একসঙ্গে একাধিক ই-মেইল
একাধিক ই-মেইল আলাদাভাবে নিয়মিত পরীক্ষা করা অনেক ঝামেলা। প্রোম্পটার সফটওয়্যার ব্যবহার করে সব ই-মেইল একসঙ্গে পরীক্ষা করা যায়। সফটওয়্যারটির মাধ্যমে গুগল, ইয়াহু, হটমেইলসহ শতাধিক ই-মেইল একসঙ্গে পরীক্ষা করা সম্ভব। ফলে ব্যবহারকারীর অনেক সময় সাশ্রয় হয়। প্রোম্পটার সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে www.eprompter.com ঠিকানার ওয়েবসাইট থেকে।
0 comments :