Holo Launcher : চমৎকার সব সুবিধা তৈরী লঞ্চারটি!
সাধারন, শক্তিশালী, দ্রুত এবং সহজেই কাস্টমাইজ করা যায় এমনই একটি লঞ্চার।
কিটক্যাট লঞ্চারের উপর ভিত্তি করে এটি তৈরী করা হয়েছে।
ফিচারসমূহ(Features):
১. পুরো লঞ্চারটিই জেলী বিন(Jelly Bean) লঞ্চারের(Launcher) ফিচারগুলোর উপর তৈরী,
২. কাস্টম(Custom) ডেস্কটপ(Desktop) পেজ অর্থাৎ সর্ব্বোচ্চ নয়টি পেজ তৈরী করা যাবে,
৩. রয়েছে কাস্টম ড্রয়ার(Custom Drawer) সেটি পোর্ট্রেইট/ল্যান্ডস্কেপ সাইজের উভয় হয়ে থাকে,
৪. স্ক্রল সুবিধাযুক্ত ডকের ব্যবস্থাও রাখা হয়েছে,
৫. রয়েছে গেসচারও সোআইপ(Swipe) আপ/ডাউন ডেস্কটপের উপরের অংশেই যা দিয়ে সহজেই দ্রুত পছন্দের অ্যাপ ওপেন করা যাবে,
৬. আইকনগুলোর(Icons) লেবেলের রং পরিবর্তন করা যাবে,
৭. শর্টকার্ট/ফোল্ডার আইকনেও কাস্টমাইজ(Customize) করার মাধ্যমে পরিবর্তন আনা যায়,
৮. সেটিংস যেগুলো আপনার পছন্দ অনুযায়ী ছিল তা পরবর্তীতে ব্যাকআপ(Backup) রেখে রিস্টোর(Restore) করা সুবিধা রাখা হয়েছে,
উপরোক্ত সুবিধাসমূহ ছাড়াও রয়েছে আরো অনেক সুবিধা
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।
লঞ্চারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
0 comments :