উইন্ডোজের জন্য বিশ্বব্যাপী কথা বলার জনপ্রিয় ও আধুনিক সফটওয়্যার: স্কাইপি (Skype)!
বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে থাকা যেকোন ব্যক্তির সাথে কাজের প্রয়োজনে বা অন্য যেকোন প্রয়োজনে কথা বলার প্রয়োজন পড়ে। আবার অনেকেরই ভিডিও ভেরিফিকেশনেরও (Video Verification) প্রয়োজন পড়ে। বিশ্বব্যাপী (Worldwide) ফ্রি’তে কথা বলা যায় এমন আধুনিক সব সুবিধা নিয়ে বর্তমানে কতই না সফটওয়্যার (Software) তৈরী করা হচ্ছে।
এক্ষেত্রে সবচেয়ে আধুনিক ও সহজেই ব্যবহারযোগ্য এমনই একটি সফটওয়্যার ‘স্কাইপি’।
স্কাইপি (Skype) অনেক পুরাতন সফটওয়্যার (Software) যা বর্তমানে মানুষের চাহিদার কথা বিবেচনায় এনে যোগ করা হচ্ছে সব নতুন ফিচারস্। রয়েছে ফেসবুক (Facebook) টাইমলাইন (Timeline) ব্যবহার করার সুবিধা অর্থাৎ যে কেউ ইচ্ছা করলেই সফটওয়্যারটি ব্যবহার করে ব্রাউজারের মতোই ফেসবুক (Facebook) ব্রাউজ (Browse) করতে পারবে। সফটওয়্যারটি থেকে বের হয়ে গেলেও সাইন আউট না করার পর্যন্ত এটি সব ধরনের নোটিফিকেশন চালু থাকে অর্থাৎ কানেক্টেড (Connected) যেকোন বন্ধু অনলাইনে আসা থেকে শুরু স্ট্যাটাস্ (Status) পরিবর্তন সবই নোটিফিকেশনের (Notification) মাধ্যমে জানা যাবে। আর এটি পিসি’র ডেস্কটপের (Desktop PC) স্ট্যাটাস বারে দেখাবে।
এছাড়াও রয়েছে আরো অনেক ফিচারস্
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।
সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
0 comments :