কিবোর্ড থেকেই কম্পিউটারে প্রদর্শিত কোনো প্রোগ্রামের, ওয়েব পেইজের কোনো অংশের অথবা ডেস্কটপের ছবি তোলা সম্ভব। এজন্য আপনার প্রয়োজনীয় প্রোগ্রাম অথবা ওয়েব পেইজ চালু করে কিবোর্ড থেকে 'প্রিন্টস্ক্রিন' চাপুন। এবার ফটোশপে অথবা ওয়ার্ডে এসে নতুন ফাইল খুলে Ctrl+V চাপলেই ছবিটি দেখা যাবে।
0 comments :