রেকুভা
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhaAP9dPnyCnM8VJ9c7pDRRyWkRRWrxqku0A59fnZ3AHVD4RQoTXRuRJL-UscdkSrinQS5V9jAflHEEghWwriF2x5UlvhYGwxo4-CG-kZSMOKn-eEt0szVDhD1egoIpgJ5D1uInJu8Ca8yl/s320/recuvafilerecoverylistview1.png)
ভুলে একটি গুরুত্বপূর্ণ ফাইল মুছে দিয়েছেন অথবা সিস্টেম ক্রাশ করার পর গুরুত্বপূর্ণ ছবি বা গান খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ধরনের পরিস্থিতিতে সাধারণত ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করা হয়। কিন্তু এগুলো খুব ব্যয়বহুল। ভালোমানের এ ধরনের একটি অ্যাপ্লিকেশনের দাম দেড় থেকে দুই লাখ টাকা পর্যন্ত। তবে 'রেকুভা' হচ্ছে এমন একটি নিখরচার টুলস, যেটি আপনার কম্পিউটারের যেকোনো ড্রাইভ 'ডিপ স্ক্যান' করে বলে দেবে মুছে যাওয়া ফাইলটি পুনরুদ্ধার সম্ভব কি না। যদি পুনরুদ্ধার সম্ভব হয়, তাহলে রেকুভার Recover বাটনটি ক্লিক করে ফাইলটি ফিরিয়েও আনা যাবে। এটি শুধু হার্ডড্রাইভ নয়, পেনড্রাইভ, ডিজিটাল ক্যামেরা এবং এক্সটারনাল হার্ডড্রাইভের ক্ষেত্রেও কার্যকর। www.piriform.com/recvua থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা যাবে।
0 comments :