লক করে রাখুন কি-বোর্ড ও মাউস
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUY6FWcfqVM-IBi7HdIwrnievbw7f7J_99QtI2cBRn9erC1Yi99E3eta0BU2pZ2Daudmll0ftVEvL-Tt8e-w24RQzh5iPvmWMrqz2cAIWZzwC8Pf9v3AXGpqKP60eKcWotbpXOU2eHuL6H/s320/glide-keyboard-mouse-combo.jpg)
বাচ্চারা অনেক সময় অনিচ্ছাকৃতভাবে কম্পিউটার থেকে প্রয়োজনীয় বিভিন্ন ফাইল ডিলিট করে দেয় কিংবা সেটিংস পরিবর্তন করে ফেলে, যা অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। 'কিড-কি-লক' সফটওয়্যারের মাধ্যমে আপনার মাউস ও কি-বোর্ড লক করে রাখতে পারেন। http://www.mediafire.com/?omec8ubxmbo6ex8 ঠিকানা থেকে সফটওয়্যারটি বিনা মূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
0 comments :