ডেস্কটপে স্বচ্ছ ক্যালেন্ডার
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitqUInqyDBra_H0tBF4-1pmUfgy4wyi48DHC5m9k3VKcnc7Qd1-O3aD9KRfKHldxyL0Ed3m7Qi4j4Y9XFP8hJl8pDkSQSoHPh6P2kaouRqnN_o812k27V7YIrTLhVmD9JtXHETn_Gxascz/s320/calender.jpg)
ডেস্কটপে রাখার মতো অনেক রকমের ক্যালেন্ডার আছে। কিন্তু 'রেইনলেন্ডার' যেন একটু অন্য রকম। ক্যালেন্ডারটি ডেস্কটপের ওপর স্বচ্ছ হিসেবে রাখা যাবে। অর্থাৎ এর ভেতর দিয়ে ডেস্কটপের অন্য সব দেখা যাবে। স্বচ্ছতা প্রয়োজন অনুযায়ী কমানো-বাড়ানোর সুযোগও আছে। এতে ইভেন্ট ও টুডু (সময় অনুযায়ী কাজের তালিকা) যোগ করা, ডিজিটাল ঘড়ি এবং অ্যালার্ম ব্যবহারও করার সুযোগ আছে। ৩০টির বেশি ভাষায় ক্যালেন্ডারটি ব্যবহার করা যায়। www.rainlendar.net
থেকে বিনা মূল্যে রেইনলেন্ডার ডাউনলোড করা যাবে।
0 comments :