Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

মোবাইলের ফাইলের নিরাপত্তায় জেডপ্লাস






সবার মোবাইলেই এসএমএস, ফোন নম্বর, ভিডিওর মতো গুরুত্বপূর্ণ ও গোপনীয় কিছু ফাইল থাকে। অনেকেই গেইম খেলা বা গান শোনার কথা বলে মোবাইলটি নিয়ে এসব গোপন তথ্য জেনে নিতে পারেন। এ ধরনের সমস্যা থেকে বাঁচতে জেডপ্লাস সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন।
জেডপ্লাস ফোনবুকের মোবাইল নম্বর, মেসেজ, গ্যালারিতে রাখা ফটো, ভিডিও ইত্যাদি ব্যক্তিগত তথ্য লুকিয়ে রাখতে পারে। এমনকি গেইম বা বিভিন্ন মিডিয়া প্লেয়ার লুকানোর ক্ষেত্রেও সফটওয়্যারটি বেশ কার্যকর। ফলে অন্য কেউ সেলফোনটি নিলেও এসব ব্যক্তিগত বিষয়ের ওপর হামলা করতে পারবে না।
সিম্বিয়ার অপারেটিং সিস্টেম সমর্থিত সফটওয়্যারটি ব্যবহার করতে প্রথমে ইন্টারনেট থেকে ডাউনলোড করে সেলফোনে ইনস্টল করতে হবে। এরপর এটি চালু করেsettings-এ গিয়ে পাসওয়ার্ড এবং নিরাপত্তা প্রশ্ন ঠিক করে দিতে হবে। ফলে প্রতিবার সফটওয়্যারটি চালুর সময় পাসওয়ার্ড ছাড়া ব্যবহার করা যাবে না।
এবার কোনো ফাইল লুকাতে এর মেন্যু থেকে Application-এ যান। এখন যে ধরনের ফাইল লুকাতে চান, সেটাতে ক্লিক করুন। একটু অপেক্ষা করলেই এ ধরনের ফাইলগুলো দেখা যাবে। এখন যে ফাইলটা লুকাতে হবে, সেটা নির্বাচন করে Option থেকে Hide-এ ক্লিক করলেই ফাইলটি লুকিয়ে যাবে এবং এর পাশে একটি লক চিহ্ন দেখাবে। সফটওয়্যারটি দিয়ে যত খুশি ফাইল পাসওয়ার্ডসহ লুকিয়ে রাখা যায়। পাসওয়ার্ড ছাড়া ফাইলগুলো কোনো ফাইল ম্যানেজার সফটওয়্যারেও দেখা সম্ভব নয়। সফটওয়্যারটি বিনা মূল্যেz-plus.en.softonic.com/symbian/download লিংক থেকে ডাউনলোড করা যাবে।

0 comments :