Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

জিপ ফাইলে পাসওয়ার্ড যোগ করা






জায়গার স্বল্পতা ও ভাইরাস থেকে সুরক্ষা সাধারণত এ দুটি কারণেই বিভিন্ন ফাইল কমপ্রেসড বা জিপ আকারে কম্পিউটারে রাখা হয়। জিপ ফাইল দেখতে হলে একে প্রথমে আনজিপ করে নিতে হয়। এ ধরনের ফাইলকে আরো সুরক্ষিত করতে জিপ ফাইলে পাসওয়ার্ড ব্যবহার করা সম্ভব। এতে ফাইলগুলো ভাইরাস থেকে যেমন সুরক্ষিত থাকবে, তেমনি অনাকাঙ্ক্ষিত ব্যবহারকারীর কাছ থেকেও একে নিরাপদ রাখা যাবে। পাসওয়ার্ড দেওয়া ছাড়া ফাইলটি কেউ ব্যবহার করতে পারবে না।
এ সুবিধা পেতে প্রথমে কম্পিউটারের যে ড্রাইভে ফাইলটি কমপ্রেসড আকারে রাখতে চান, সেখানে গিয়ে উইন্ডোর File মেন্যুতে ক্লিক করতে হবে। এরপর ড্রপডাউন মেন্যু থেকে প্রথমে New তারপর Compressed (Zipper) Folder-এ ক্লিক করতে হবে। এখন জিপ ফোল্ডারটি সুবিধামতো নামে রিনেম করতে হবে। এরপর ফোল্ডারটিতে প্রয়োজনীয় ফাইল কপি করে এনে জিপ ফোল্ডারটিতে পেস্ট করতে হবে। এখন জিপ ফোল্ডারটিতে পাসওয়ার্ড দিতে হলে ফোল্ডারে ডাবল ক্লিক করে খুলতে হবে। এখন ফোল্ডারটির File মেন্যুতে ক্লিক করে Add a Password-এ ক্লিক করতে হবে। নতুন একটি পপ-আপ বক্স আসবে। সেখানেPassword I Confirm Password-এর ঘরে একই পাসওয়ার্ড দিয়ে Ok করতে হবে।
পরবর্তী সময়ে ফাইলটি খুলতে হলে অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখতে হবে। এ পাসওয়ার্ড ছাড়া কেউ ফাইলটি খুলতে পারবে না বা এর কোনো তথ্য দেখতে পারবে না।

0 comments :