ফায়ারফক্স থেকে ওয়াপ সাইট ভিজিট করুন!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4pGRBY4wzwdtjxLyIVXfyJ5ODi58_eoMUi8yqokv9uWrga8DUpMEhAqglWlOLcXzi8sruqeKQ09MpxBEqBqxNyZXc11yTEfW5kYfFG5OL3HMIUM7h0mQsmp2HA0Ks_ReHrFMtEGbSqgZh/s320/moz.png)
ওয়াপ সাইটগুলো মূলত তৈরি করা হয় মোবাইল ডিভাইসগুলোর জন্য। কম্পিউটারের ব্রাউজার দিয়ে স্বাভাবিকভাবে ওয়াপ সাইট দেখা যায় না।মোবাইল থেকে অনেক সময় ওয়াপসাইট দেখতে গেলে অনেক ডাটাও খরচ হয়।আর এ জন্য ফায়ারফক্স নিয়ে এসেছে ফায়ারফক্স ওয়াপসাইট এ্যাডঅন্স। ফায়ারফক্সে অ্যাড-অন্স যুক্ত করার জন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/wmlbrowser থেকে অ্যাড-অন্সটি ফায়ারফক্সে যুক্ত করে ফায়ারফক্স রিস্টার্ট করলেই ওয়াপ সাইটটি ভিজিট করা যাবে।
0 comments :