ছবি এডিটিংয়ের জন্য সফটওয়্যার
ছবি এডিটিংয়ের একটি মজার সফটওয়্যার CPAC Imaging PRO. এটি দিয়ে আপনি খুব সহজেই ছবির ব্যাকগ্রাউন্ড, কালার, স্ক্রিন পরিবর্তন করতে পারবেন।
যাঁদের Adobe Photoshop-এ কাজ করার অভিজ্ঞতা নেই এবং ছবি এডিটিং সম্পর্কে কোনো ধারণাই নেই তাঁরাও এই সফটওয়্যার ব্যবহার করে খুব সহজেই ছবি এডিট করতে পারবেন। সাদাকালো ছবিও রঙিন করে তুলতে পারবেন এ সফটওয়্যারের মাধ্যমে। আর এই সফটওয়্যারটি পাবেন এই লিংকে www.cpacimaging.com/photoimagingpro.
0 comments :