Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

Wifi Hotspot Widget: হটস্পট চালু/বন্ধ করার সহজ অ্যাপ!


WiFi একটি দ্রুত মাধ্যম যা দিয়ে সহজেই দ্রুত গতির Internet ব্যবহার করা যায়। বর্তমানে Android OS চালিত ফোনগুলো ব্যবহারকারীকে WiFi-র আরো কাছাকাছি এনে দিয়েছে। Android ফোনগুলোতে ওয়াইফাই থাকবেই তবে, Android OS Version 2.1+ থেকে শুরু। কিন্তু, সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে মানুষের চাহিদারও। তাই একজন ব্যবহারকারী তার প্রয়োজন অনুযায়ী Android-র নতুন OS Jelly Bean চলে যাচ্ছে। আর এতে অভ্যস্ত হয়ে পড়ছে। এসব ব্যবহারকারীর অনেকেই আছে যারা Laptop-এ Internet ব্যবহার করতে পছন্দ করে। তারা Android Phone ব্যবহার করে WiFi করে থাকে। কিন্তু, Jelly Bean-এ WiFi Hotspot-র জন্য কোন Widget-র ব্যবস্থা রাখা হয়নি। যে কারনে ব্যবহারকারী’কে প্রতিবারই সেটিংস্ থেকে `WiFi Hotspot’ চালু করতে হয়। যা অনেক বিরক্তিকরও বটে। এই বিরক্তি থেকে মুক্তি পাওয়া যেতে পারে একটি Widget ইনস্টল করার মাধ্যমে। Wifi Hotspot Widget চমৎকারটি একটি উইগেট।
Widgetটি Home Screen-এ আনতে Home Screenর যেকোন জায়গায় Long Tap করুন>> একটি Window আসবে, সেখান Widgets-এ Tap করুন>> তারপর Slide করলেই Widgetটি দেখা যাবে>> তার উপর Long Tap করলেই কাজ শেষ।

আমাদের পোস্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।

উইগেটটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।



0 comments :