Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

Kitkat Launcher: অতিরিক্ত লঞ্চারের সাহায্য ছাড়াই Launch করুন!


অ্যান্ড্রয়েডের অনেক ভার্সনই(Version) তৈরী করা হয়েছে এবং হচ্ছে। আর অনেকেরই আগ্রহ থাকে অ্যান্ড্রয়েডের সাথে আপগ্রেডেড(Upgraded) থাকতে। কেউ পুরাতন ফোনটাকেই আপগ্রেড(Upgrade) করে থাকে সিস্টেম(System) থেকে। আর যাদের ফোনটি আপগ্রেড(Upgrade) করা সম্ভব হয় না তাদের কেউ নতুন একটি ফোন কিনে থাকেন। যারা না কিনে থাকেন তাদের জন্যই ডেভেলপাররা(Developer) ওই OS-র হুবহু লঞ্চার(Launcher) তৈরী করে যা কিছুটা হলেও নতুন OS-র মতোই স্বাদ নেয়া যায়। তেমনই অ্যান্ড্রয়েড OS-র বর্তমানে সবচেয়ে লেটেস্ট ভার্সন ‘Kitkat’- এর অনুরুপ করে তৈরী করা হয়েছে এটি। বর্তমানে ‘Kitkat’ OS’কে অনুসরণ করে অনেক লঞ্চারই(Launcher) তৈরী করা হয়েছে, তবে এগুলো Run করতে আরেক লঞ্চারের(Launcher) সাহায্য নিতে হতো। অর্থাৎ অন্য আরেকটি লঞ্চার’কে(Launcher) পরিবর্তন করে মাত্র। কিন্তু, এক্ষেত্রে এই লঞ্চারটির(Launcher) তা প্রয়োজন পড়ে না।

লঞ্চারটি(Launcher) ব্যবহার করে যেসব নতুন নতুন পরিবর্তন দেখা যাবে অ্যান্ড্রয়েড ফোনটির স্ক্রিনে:-

১. আইকনে(Icon) পরিবর্তন দেখা যায়,
২. আইকনের সাইজেও(Icon Size) পরিবর্তন করার পাশাপাশি Edit-ও করা যায়,
৩. ডানদিকে Swipe করলে Google Now ওপেন করা যায়,
৪. Customize করা যায় Desktop এবং Drawer Grid
৫. Desktop Lock এবং Unlock করা যায়,
৬. রয়েছে Gesture-এরও সুবিধা,
লঞ্চারটির(Launcher) রয়েছে আরো অনেক সুবিধা। যা আমরা সংক্ষেপে তুলে ধরলাম।
আমাদের পোস্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।

অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।



0 comments :