চ্যাটিংয়ের আরেক অ্যান্ড্রয়েড অ্যাপ- ‘কিক’ মেসেঞ্জার (Kik Messenger)!
কথা বলা যায়, চ্যাটিং করা যায় এমন একটি অ্যাপ ‘কিক’ মেসেঞ্জার (Kik Messenger)। বিশ্বের প্রায় 9 কোটি (90 Million) ব্যবহারকারী (Users) অ্যাপটির সাথে যুক্ত আছে।
ফিচারগুলো:-
১. ফাস্ট (Fast): অ্যাপটি অনেক দ্রুত কাজ করে। এমনকি দ্রুত টাইপ (Type), মেসেজ (Message) পাঠানো এমনকি টাইপিং নোটিফিকেশন (Notification)ও দেখায়,
২. সিম্পল (Simple): অন্যান্য মেসেঞ্জারের চেয়ে এটি খুবই সিম্পল (Simple) ও এর ব্যাকগ্রাউন্ড (Background)ও অনেক সুন্দর,
৩. পারসোনাল (Personal): ‘কিক’ মেসেঞ্জারের (Kik Messenger) জন্য আলাদা ইউজার (User) ব্যবহার করা হয়, মোবাইল নাম্বার (Mobile Number) এক্ষেত্রে কোন জরুরী কোন বিষয় নয়,
এছাড়াও ‘কিক’ (Kik) ব্যবহার করে সহজেই ভিডিও (Video), ইমেজ (Image) খুজেঁ বের করে এনে শেয়ার (Share) করা যায়।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
0 comments :