Google Translate App: মুহূর্তেই লেখাকে অনুবাদ করুন!
ইংরেজী(English) একটি আন্তর্জাতিক ভাষা(International Language) যেকারণে পৃথিবীর সব ভাষাভাষী লোকেরা তাদের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য ব্যবহার করে এই ইংরেজি ভাষাকেই(English Language)। যাইহোক সময়ে অনেক দেশেই এমন এমন সব ওয়েবসাইট(Website) তৈরী করা হচ্ছে যাতে ইংরেজী’র(English) কোন অপশন রাখা হয় না বা থাকে না। আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে, একটি দেশে পণ্যে কোন প্রকার ইংরেজী’র নাম গন্ধ নেই । এমন অবস্থায় ‘গুগল ট্রান্সলেটের’(Google Translator) সাহায্য নেয়া হয়। গুগল তারা ব্যবহারকারীদের সুবিধার্থে তৈরী করেছে গুগল ট্রান্সলেট(Google Translator) নামক ওয়েবসাইট পাশপাশি তৈরী করেছে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল ট্রান্সলেট(Google Translate) নামক অ্যাপ। যা দিয়ে:-
১. 70টি ভাষায় অনুবাদ করা যাবে,
২. ট্রান্সলেট(Translate) করা যাবে অফলাইনেও(Offline) যদি ইন্টারনেট(Internet) কানেকশন নাও থাকে,
৩. ট্রান্সলেট(Translate) করা অংশটি যেকোন ডিভাইসে সেভ করাও যায়,
৪. চমৎকার একটি সুবিধা এই অ্যাপটির আর সেটি হচ্ছে ক্যামেরা(Camera)
তে লেখাটি ইনপুট(Input) করে দিলে সেটিও অ্যাপটি ট্রান্সলেট(Translate) করে দেখাবে,
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
0 comments :