(Facebook) ফেসবুকের মতো গুগলের (Google) সোশ্যাল নেটওয়ার্ক: গুগল প্লাস অ্যাপ (Google+)
বর্তমান সময়ে সব বয়সের মানুষের কাছেই ফেসবুক (Facebook) একটি জনপ্রিয় মাধ্যম। আর এর পেছনে রয়েছে অনেক অনেক কারণ। কিন্তু, এই ফেসবুকের (Facebook) জনপ্রিয়তার অনূকরণ করেই গুগল (Google.com) তাদের চেষ্টা অব্যাহত রেখেছে। গুগল প্লাস। তবে ফেসবুক’কে (Facebook.com) অনূকরণ করে গুগল প্লাস (Google Plus) তৈরী করলেও ফেসবুকের চেয়ে অনেক আধুনিক বলা যায় এই সোশ্যাল নেটওয়ার্কটি’কে (Social Network)। কারণ এর অনেক ধরনের সুবিধা। আর অ্যান্ড্রয়েড (Android) ব্যবহারকারীদের জন্য তৈরী করা হয়েছে গুগল প্লাস (Google Plus) অ্যাপ (App) যাতে সহজেই নেটওয়ার্কটিতে এক্সেস (Access) করা যায়। যা যা করা যায়:-
১. অ্যাপটি ব্যবহার করে সহজেই বন্ধুদের’কে অনুসরণ (Follow) বা ফলো করা যায়। তবে হ্যাংআউট (Hangout) ব্যবহার করে চ্যাট করার জন্য উভয়কেই অনুসরণ বা ফলো করতে হবে,
২. স্বয়ংক্রিয়ভাবে ফটো (Photo) বা ভিডিও (Video) রেজ্যুলেশন (Resolution) ঠিক রেখে ব্যাকআপ (Backup) হিসেবে রাখতে পারে,
৩. ফটোসমূহ: এনিমেশন (Animation), প্যানার্যামা (Panarama) ইত্যাদি সাপোর্ট (Support) করে,
৪. অ্যাপটি (App) এক্সেসও (Access) করে অনেক দ্রুত।
রয়েছে আরও অনেক ফিচারস্ ।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের ক্লিক করুন।
0 comments :