Ram Booster Pro দিয়ে অ্যান্ড্রয়েড ফোনের র্যামকে আরো গতি দিন: র্যাম বুস্টার প্রো
অ্যান্ড্রযেড(Android) ফোনে ইন্টারনেট(Internet) ব্রাউজ(Browse) থেকে শুরু করে গেমস খেলে না এমন লোক খুব কমই আছে। এমনকি অ্যান্ড্রয়েড(Android) ফোনে অনেক ধরনের অ্যাপ ইনস্টল(Install) করা থাকে। আর একারনেই ফোনটি তার স্বাভাবিক গতি হারিয়ে ফেলে। আর এটি বিরক্তিরও কারণ বটে। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করা যেতে পারে ‘র্যাম বুস্টার প্রো’(Ram Booster Pro)। অ্যাপটি ব্যবহার করে যেসব সুবিধা পাওয়া যাবে:-
১. টাস্ক কিলারের(Task Killer) মাধ্যমে ব্যবহার করা অ্যাপগুলো(Apps) বন্ধ করে দিবে,
২. ফোনটি ব্যবহার করে ইন্টারনেটে(Internet) কোন পেজ(Page) ব্রাউজ(Browse) করা হয়, তখন ফোনের স্বাভাবিক গতি(Speed) হারাতে থাকে। আর এই অ্যাপটি(App) তৎক্ষণাৎ গতি ফিরিয়ে দেয়,
৩. অ্যাপটি(App) আবার অটোমেটিক(Automatic) বা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে চারটি স্তর বা লেভেল(Level) অনুযায়ী:- এগ্রেসিভ(Aggressive), স্ট্রোং(Strong), মিডিয়াম(Medium), জেন্টল(Gentle)
৪. এছাড়াও রয়েছে অন-ক্লিক(One-Click) ট্যাপ(Tap) সুবিধা যা হোমস্ক্রিনে(Homescreen) উইগেট(Widget) সেট করে সহজেই র্যাম(Ram) পরিস্কার করা যেতে পারে।
অ্যাপটির(App) রয়েছে আরো অনেক যা আমরা সংক্ষেপে গুরুত্বপূর্ন ফিচারগুলো(Features) তুলে ধরলাম!
আমাদের পোস্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!
0 comments :