পিডিএফ ফাইল জনপ্রিয় সফটওয়্যার (নতুন ভার্সন) -অ্যাডোবি রিডার (Adobe Reader)
বিভিন্ন প্রয়োজনেই কয়েকটি ডকুমেন্ট’কে (Document) একটি মাত্র ফাইলে (File) রুপান্তুর করার প্রয়োজন পড়ে। এতে করে উভয় পক্ষেরই সময় বাচেঁ। আর এটিই হচ্ছে পিডিএফ ফাইল। কিন্তু, পিসি’তে পিডিএফ (PDF) ফাইল পড়ার জন্য আলাদা একটি সফটওয়্যারের (Software) প্রয়োজন পড়ে। এ ধরনের ফাইল পড়ার জন্য প্রয়োজন পড়ে পিডিএফ রিডার (PDF Reader) নামক সফটওয়্যারের। কিন্তু, পিডিএফ (PDF) রিড করার জন্য অনেক সফটওয়্যারই (Software) তৈরী করা হয়েছে আর এগুলো মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও ব্যবহৃত অ্যাডোবি রিডার (Adobe Reader)। দেখা, প্রিন্ট (Print) করা এবং সার্চ(Search) করা, পিডিএফ ফাইলের (PDF File) পোর্টফোলিও (Portfolio) এবং পিডিএফ ম্যাপস (PDF Maps) অন্তর্ভূক্ত।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।
সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
0 comments :