অ্যানড্রয়েডে বাংলা লিখুন মায়াবী কিবোর্ডে
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmfKDGqCa_a2x7Am-SqZEkPpAP8zghyphenhyphenQTfQdHhQNERYOyFr2QbTB1YHFx4wp8W62RRBJoS6bYq3s9S7CPLXMTQRGtPXR0UodT85h9IedjndMQvHP6TZ1PLcHdHAEMOUv8Kz71Mi9_T6l7f/s320/android_platform.png)
'মায়াবী কিবোর্ড' অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনের জন্য বাংলা লেখার একটি সফটওয়্যার। অ্যানড্রয়েড ২.১ এবং এর পরবর্তী সব সংস্করণে সফটওয়্যারটি ব্যবহার করা যায়। ফ্রি অ্যাপ্লিকেশন হওয়ায় এটি অ্যানড্রয়েড মার্কেট থেকে বিনা মূল্যে ডাউনলোড করা সম্ভব। সফটওয়্যারটি ইনস্টল করার পর Settings>> Languages থেকে মায়াবী কিবোর্ড নির্বাচন করে বাংলা লেখার অপশনটি সক্রিয় করতে হবে। এই কিবোর্ড দিয়ে বাংলা এবং ইংরেজি দুই ভাষায়ই লেখা যায়। ডিফল্ট হিসাবে সব সময় ইংরেজি নির্ধারণ করা থাকে, বাংলা লেখার আগে কিবোর্ড থেকে তাই বাংলা অপশনটি চালু করে নিতে হবে। এই ফ্রি অ্যাপ্লিকেশনটির প্রধান বৈশিষ্ট্য হলো, ফনেটিক পদ্ধতিতে বাংলা লেখা যায়, ইংরেজি কিবোর্ড রয়েছে, অতিরিক্ত হিসাবে বেশ কিছু চিহ্ন লেখার সুযোগ। সম্প্রতি বিনা মূল্যের সংস্করণের পাশাপাশি মায়াবী কিবোর্ডের একটি প্রিমিয়াম সংস্করণও প্রকাশ করা হয়েছে। বিনা মূল্যের সংস্করণের বৈশিষ্ট্যগুলোর পাশাপাশি এ সংস্করণে অতিরিক্ত বেশ কিছু অপশন যোগ করা হয়েছে। যেমন ফনেটিকের পাশাপাশি বাংলা লেখার জন্য ফিঙ্ড কিবোর্ড সংযোজন, বাংলা এবং ইংরেজি অভিধান সংযোজন ইত্যাদি। এই সংস্করণের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, অ্যানড্রয়েড সেট বাংলা সমর্থন না করলেও এই প্রিমিয়াম সংস্করণের অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে বাংলা লেখা সম্ভব।
বিনা মূল্যের সংস্করণের ডাউনলোড লিংক https://market.android.com/details?id=com.mayabi.mayabikeyboard এবং প্রিমিয়াম সংস্করণটি পাওয়া যাবে https://market.android.com/details?id=com.mayabisoft.inputmethod.premium ঠিকানায়।
0 comments :