Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

হার্ডডিস্কে জিমেইল!






ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য জিমেইল ইনবক্স এবং সেন্ট আইটেমের মেইলগুলোর ব্যাক-আপ কম্পিউটারে ডাউনলোড এবং সংরক্ষণ করে রাখা যায়। এ জন্য কম্পিউটারে জিমেইল ব্যাক-আপ নামের একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। www.gmail-backup.com থেকে সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে।
সফটওয়্যারটি প্রথমে কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। পরে এটি চালু করে জিমেইলের ইউজারনেম এবং পাসওয়ার্ড লিখতে হবে। এখানেই ব্যাক-আপের স্থান, কোন সময়কালের ডেটা ব্যাক-আপ নিতে চান তাও নির্দিষ্ট করা যাবে। এবার সর্বশেষ Backup বোতামে ক্লিক করুন। এবার নির্দিষ্ট ড্রাইভে ব্যাক-আপ সংরক্ষণ হতে থাকবে।
মেইলের ইনবঙ্ েথাকা ফাইলগুলোর ওপর নির্ভর করে ব্যাক-আপ ডাউনলোড সম্পূর্ণ হবে। ব্যাক-আপ সম্পূর্ণ হলে সফটওয়্যারটি নোটিফিকেশন দেবে। এবার নির্দিষ্ট ড্রাইভে গেলে জিমেইলের ব্যাক-আপ ফাইলটি দেখতে পাবেন। একে ইচ্ছামতো ড্রাইভে নিয়ে সংরক্ষণ করে রাখুন। মেইল ব্যাক-আপ ফোল্ডারটিতে একেকটি মেইল আউটলুক এঙ্প্রেস মেইল ফরম্যাটে দেখাবে।
চাইলে কম্পিউটারে এ ফরম্যাটের মেইলগুলো যেমন পড়তে পারবেন, তেমনি এখান থেকে অ্যাটাচমেন্ট ফাইলগুলোও আলাদা করে নিতে পারবেন।

0 comments :