Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

মোবাইলে চ্যাটিং কৌশল জেনে নিন!






মোবাইলে চ্যাটিংয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে 'মিগ৩৩'। মোবাইল ফোন থেকেই মিগ৩৩ বন্ধুদের সঙ্গে চ্যাটিংয়ের পাশাপাশি ফেইসবুক, জি-টক, ইয়াহু এবং এমএসএন মেসেঞ্জারের বন্ধুদের সঙ্গেও চ্যাট করার সুযোগ দেয় সফটওয়্যারটি।
চ্যাটিং রুমে পরিচয়ের পর বন্ধু তালিকায়ও যুক্ত করে নেওয়া যাবে পছন্দের ব্যবহারকারীকে। সফটওয়্যারটির আকর্ষণীয় সুবিধার মধ্যে রয়েছে গেইম। মিগ ক্রেডিটের মাধ্যমে যে কেউ বিভিন্ন গেইম খেলতে পারেন অন্য ব্যবহারকারীদের সঙ্গে, এমনকি অন্যের সঙ্গে বাজিও লাগা যাবে। কয়েকজন মিলে গ্রুপ তৈরি করেও একসঙ্গে 'কনভার্সেশন' করার সুযোগ রয়েছে এতে। গিফট পাঠানো, গিফট পাওয়া, অ্যাভাটার কেনা এবং বিরক্তিকর ব্যবহারকারীদের ব্লক করার সুবিধাও এতে আছে। বাংলাদেশি ব্যবহারকারীরা সফটওয়্যারটির মাধ্যমে যেকোনো মোবাইলে স্বল্প ক্রেডিটে এসএমএস পাঠানোরও সুবিধা পেয়ে থাকেন। মিগ৩৩ বন্ধুরা অফলাইনে থাকলে তাদের এসএমএস পাঠিয়ে অনলাইনে আসার জন্য আমন্ত্রণও জানানো যাবে। এ জন্য রয়েছে সুবিধা। প্রায় চার কোটি হ্যান্ডসেটে সফটওয়্যারটি ব্যবহার করা হচ্ছে। যেকোনো ধরনের জিপিএস এবং এইজ সমর্থক হ্যান্ডসেটে সফটওয়্যাটি চালানো যায়। এটি মূলত জাভা প্লাটফর্মের সফটওয়্যার। মোবাইল ফোন থেকেই সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে wap.mig33.com ঠিকানা থেকে।আর এই সফটওয়্যারে মজার মজার কিছু অপশন আছে এই সাইট থেকে তা জেনে নিতে পারেন http://mig33fun.blogspot.com

0 comments :