নকিয়ায় ভি-স্ক্রিন!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjD1yv-ha-ddp2_D7mZN_SanhRnnjpcX6NNtN5LAm9ilp2OfINvVQWrjo3eB1yM1RvuTpxItBUESB0dQxKg1t1_17LSGiTIWqT7ZL2uTWSNTd9YGgLJCMRJjpCgquztwB4W6Q_LM0VAJT5O/s320/nokia-n97.jpg)
হ্যান্ডসেটের হোমস্ক্রিনের একই রূপ অনেক সময় একঘেয়ে লাগে। অনেকে থিম পরিবর্তন করে এই একঘেয়েমি কাটানোর চেষ্টা করেন। তবে সিম্বিয়ান ফোনে 'ভিহোম' সফটওয়্যার ব্যবহার করে সেলফোনের হোমস্ক্রিনের চিত্র পুরো পাল্টে দেওয়া যাবে। সঙ্গে আরো কিছু সুবিধাও যুক্ত হবে হ্যান্ডসেটে।
ভিহোম সফ্টওয়্যারটি ব্যবহার করলে সেলফোনে থাকা বিভিন্ন অ্যাপ্লিকেশন স্ক্রিনে ভাসতে দেখা যাবে। এখানে ক্যালেন্ডার, গুগল সার্চ বঙ্রে মতো প্রয়োজনীয় কিছু ফিচারও থাকবে। এই সফটওয়্যারের আরেকটি বিশেষ সুবিধা এর স্মার্ট ডায়ালিং। এতে হোমস্ক্রিনে টাইপ করা মাত্রই অক্ষর অনুযায়ী ফোনে থাকা নাম ও অ্যাপ্লিকেশনের তালিকা প্রদর্শন করবে। এতে প্রয়োজনীয় নাম্বারটিতে কল করা অথবা প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনটি চালু করা অনেক সহজ হবে। এর 'ওয়েদার আপডেট' ফিচারের মাধ্যমে আবহাওয়ার সব খবরও সেলফোনের স্ক্রিনে দেখা যাবে। এ ছাড়া সেলফোন বন্ধ কিংবা রিস্টার্ট করা, সেটিং পরিবর্তন, ক্যামেরা চালুর মতো বিষয়গুলো এক ক্লিকেই করা যাবে। সফটওয়্যারটি ব্যবহার করলে আলাদা কোনো থিম ব্যবহার করতে হবে না। কারণ এর সঙ্গেই রয়েছে থিম। ফলে হোমস্ক্রিনের পাশাপাশি ভেতরের চিত্রও পাল্টে ফেলা যাবে। এর আরএসএস রিডারের মাধ্যমে হোমস্ক্রিনেই বিভিন্ন সাইটের প্রধান খবরগুলো পড়া যাবে। ফলে আলাদাভাবে ব্রাউজার চালু করে ইন্টারনেটে পত্রিকা পড়ার প্রয়োজন নেই। ভিহোম সিমবিয়ান এস৬০ অপারেটিং সিস্টেমের তৃতীয় এবং পঞ্চম সংস্করণে কার্যকর। এটি http://store.ovi.com/content/46079 থেকে ডাউনলোড করা যাবে।
0 comments :