সফটওয়্যার দিয়ে মেইল পরীক্ষা করুন!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDHwYcg927LaJuoP_odkZq2tVZCG8mVNpZZWs7ZHmN4lldAVfkshXGSFivXrLUEJMLTXQidD5ctrDOCUJoTJw40E6imrsc2PTf2aRBIHVNL0f4OxeXapj0_uOoSCwlCDLAogITAxwrfazl/s320/GoogleYahoo-and-Hotmail.jpg)
অনেকে একাধিক ইমেইল ঠিকানা ব্যবহার করেন। কাজের চাপে বা নানা কারইে এসব ইমেইলের ইনবক্স পরীক্ষা করা হয় না। এ জন্য অনেক সময় দরকারি ইমেইল দেখা থেকে বঞ্চিত হতে হয়। তবে চাইলে এমন সফটওয়্যার ব্যবহার করা যায়, যেটি নিজ থেকেই ইমেইল ইনবঙ্ পরীক্ষা করবে এবং কোনো গুরুত্বপূর্ণ মেইল এলে ব্যবহারকারীকে জানান (নোটিফিকেশন) দেবে। নকিয়া ইমেইল এমন একটি সফটওয়্যার।
http://gallery.mobile9. com/f/1906967 থেকে সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল করে নিন। এতে জিমেইল, ইয়াহুসহ প্রায় সব মেইল ব্যবহার করার সুযোগ রয়েছে। ইনস্টল করার পর এর সেটিংস অপশন খুলুন। এবার 'নিউ মেইল বঙ্' ক্লিক করে আপনার আইডি ও পাসওয়ার্ড দিন, এভাবে যত খুশি ইমেইল যোগ করুন। মেইল পরীক্ষার এ কাজটি আপনার ডিফল্ট এসএমএস থেকেও করতে পারবেন। ইমেইল পাঠাতে পারবেন অনেক সহজেই।
0 comments :