Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

উইন্ডো লুকিয়ে রাখার টিপস্





অনেক সময় অনেকে মিলে একটি কম্পিউটার ব্যবহার করেন। দেখা যায়, কারো অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের কাজ করতে হচ্ছে, আরেকজনের লাগছে মাইক্রোসফট অফিস। এমন পরিস্থিতিতে সাধারণত একজন অন্যজনের ব্যবহার করা প্রোগ্রাম মিনিমাইজ করে জরুরি কাজ সারেন। ফলে কম্পিউটারে একাধিক প্রোগ্রাম চালু থাকে। এ রকম পরিস্থিতিতে কম্পিউটার অনেক সময় গোলমেলে কাজ করে। এ সমস্যা থেকে রেহাই দিতে পারে সফটওয়্যার 'ওয়াচক্যাট'। চলন্ত বিভিন্ন উইন্ডো সিস্টেম ক্রাশের কারণে অদৃশ্য হয়ে গেলে সেগুলোকে ফিরিয়ে আনা, কোনো প্রোগ্রাম (উইন্ডো) লুকিয়ে রাখা বা নিজের লুকিয়ে রাখা উইন্ডো দৃশ্যমান করা যাবে সফটওয়্যারটি ব্যবহার করে।
এ সময় মূল উইন্ডো টাস্কবার এবং টাস্ক ম্যানেজার থেকে ডাউনলোডের তথ্য, গেইম এবং ওয়েব পেইজও লুকিয়ে রাখা যাবে। কেউ দেখতে না পেলেও টাস্কগুলো ঠিকই কাজ চালিয়ে যাবে।
পিসিতে সফটওয়্যারটি থাকলে সিস্টেম ট্রেতে এর আইকন দেখা যাবে। আইকনের ওপরে মাউসের ডান বাটন ক্লিক করলে চলন্ত সব প্রোগ্রামই দেখা যাবে। চলন্ত প্রোগ্রামের ওপরে ক্লিক করলে সেই উইন্ডো লুকাবে। আবার ওই প্রোগ্রামের আইকনে ক্লিক করলে তা ফিরে আসবে।
প্রয়োজনে পাসওয়ার্ড দিয়েও প্রোগ্রামগুলো গোপন ও অদৃশ্য রাখা যাবে।
১৪৭ কিলোবাইটের সফটওয়্যারটি http://www.aplusfreeware.com/categories/LFWV/files/ wcatcur.zip লিংক থেকে ডাউনলোড করা যাবে। এটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সব সংস্করণেই চলবে।

0 comments :