Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

ফায়ারফক্সে ক্রিকেট স্কোর দেখা



বেশ কিছু ওয়েবসাইটে এখন সরাসরি ক্রিকেট স্কোর দেখা যায়। যাঁরা এসব ওয়েবসাইটে না গিয়ে সরাসরি ব্রাউজার থেকেই ক্রিকেট স্কোর দেখতে চান, তাঁদের জন্য বিশেষ সুযোগ আছে ফায়ারফক্সে। এ জন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/scorewatch থেকে 'স্কোর ওয়াচ' নামের অ্যাড-অন্সটি ইনস্টল করে নিতে হবে। এরপর ফায়ারফক্স রিস্টার্ট করলে স্ট্যাটাস বারের ডান দিকে একটি স্কোর আইকন আসবে। স্কোর ওয়াচ মেন্যু থেকে চলতি সব খেলার স্কোর দেখতে পারবেন। যে খেলাটির স্কোর দেখতে চান, তার ওপর ক্লিক করুন, তাহলে সেই খেলার সম্পূর্ণ স্কোর দেখা যাবে। Performance থেকে Wicket Alert নির্বাচন করলে উইকেট পড়লেও আপনাকে বলে দেবে। স্কোর সোর্স পরিবর্তন করতে পারেন স্কোর ওয়াচ মেন্যুর Source-এর ড্রপডাউন মেন্যু থেকে। কোনো চলতি খেলার সম্পূর্ণ স্কোর দেখতে স্কোর ওয়াচ মেন্যুর ওই খেলার ডানের Full scorecard বাটনে ক্লিক করুন।




0 comments :