ফায়ারফক্সে মজ ব্যাকআপ তৈরী করুন সহজেই!
ফায়ারফক্স আপডেট করলে বা রি-ইনস্টল করলে অনেক সময় বুকমার্ক মুছে যায়। সে ক্ষেত্রে নতুন করে ম্যানুয়ালি আবার ওয়েবসাইটের ঠিকানা বুকমার্ক, কুকিজ, পাসওয়ার্ড ও হিস্ট্রিসহ অন্যান্য সেটিংস সেভ করে নিতে হবে। এসব ঝামেলা থেকে বাঁচতে আগে থেকে মজিলা ফায়ারফক্সের ব্যাকআপ নিয়ে রাখতে পারেন।
মজ ব্যাকআপ নামের অ্যাড-অন্সে এ সুবিধা রয়েছে। http://mozbackup.jasnapaka.com থেকে এটা ডাউনলোড করা যাবে।
0 comments :