Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

সিমবিয়ান ফোনের এসএমএস ব্যাকআপ






হ্যান্ডসেট পরিবর্তন বা ফরম্যাট করলে নকিয়ার সিমবিয়ান এস৬০ভি৫ ফোনের এসএমএসগুলোও হারিয়ে যায়। এজন্য হ্যান্ডসেট পরিবর্তন বা ফরম্যাট দেওয়ার আগে এসএমএসের ব্যাকআপ নিয়ে রাখতে পারেন। ব্যাকআপ ফাইল পরবর্তী সময়ে যেকোনো হ্যান্ডসেটে স্থানান্তরের পাশাপাশি মেমোরি কার্ড বা কম্পিউটারেও সেভ করে রাখতে পারবেন। এজন্য হ্যান্ডসেটটি কম্পিউটারে ডাটা ক্যাবলের মাধ্যমে সংযুক্ত করে মেমোরি কার্ড বা ফোন মেমোরি ড্রাইভ খুলতে হবে। এরপর কম্পিউটারের Tools অপশন থেকে View বাটনে ক্লিক করতে হবে। এবার Show Hidden Files and Folder ক্লিক করলে ফোনের ড্রাইভের Hidden File সহ সবই দেখা যাবে। এখানে Private নামের ফোল্ডারটি খুলতে হবে। এ ফোল্ডারটির মধ্যেও অনেক সাব-ফোল্ডার পাওয়া যাবে। সেখান থেকে 1000484B নামের ফোল্ডারটি কপি করে কম্পিউটার ড্রাইভে সেভ করে রাখতে হবে। এরপর হ্যান্ডসেট পরিবর্তন বা ফরমেট করে কম্পিউটারের মাধ্যমে ফোন ড্রাইভটি খুললে private নামে ফোল্ডার তৈরি করতে হবে। এ ফোল্ডারে থাকা 1000484B ফোল্ডারটি পেস্ট করে দিতে হবে। নতুন হ্যান্ডসেটে এসএমএসগুলো কপি হয়ে যাবে।

0 comments :