ব্যাকআপ ফাইল মুছে ফেলা
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjN-dSx60w2e-VJ9krqD1fSUyTp0OpvtklU6uG3P6XkZBfZ_iOMbOLAYD5Ladg3s7_RR_3nfwb2wicRgH9aVUmitlndXkTunT49an5PuKfJv-SC4ppk1wN4HYGEIoErNQknA5GIug7PTUop/s320/remove_delete_service_pack_1_backup_files.jpg)
কিছু সফটওয়্যার আছে, যেগুলো কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ব্যাকআপ ফাইল তৈরি করে। এগুলো কম্পিউটারের ডিস্ক স্পেস কমিয়ে দেয় এবং কম্পিউটারকে ধীরগতির করে ফেলে। প্রয়োজন না হলে এসব ব্যাকআপ ফাইল মুছে ফেলে কম্পিউটারের গতি আরো বাড়াতে পারেন। এ জন্য স্টার্ট মেন্যু থেকে সার্চ অপশনে যান। এবার একে একে .bac, .bak, .bck, .bk!, .bk$ লিখে সার্চ করুন এবং প্রাপ্ত ফাইলগুলো মুছে ফেলুন। কম্পিউটারের গতি অনেক বেড়ে যাবে।
0 comments :