Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

কম্পিউটারে নট রেসপন্ডিং সমস্যার সমাধান


জরুরি কোনো কাজ করার সময় হঠাৎই কম্পিউটার হ্যাং হয়ে যেতে পারে। এ সময় কম্পিউটার নট রেসপন্ডিং মেসেজ প্রদর্শন করে। চাইলে সহজেই এ বিরক্তিকর সমস্যার সমাধান করতে পারেন। এ জন্য কম্পিউটারের Start মেন্যু থেকে Run-এ যান। এবার বক্সে regedit লিখে Enter চাপুন। তারপর HKEY_CURRENT_USER>Control Panel>Desktop-এ যান। এবার ডান পাশের Auto End Task অপশনে ডবল ক্লিক করুন এবং এখানে Value data হিসেবে 0-এর পরিবর্তে 1 লিখুন। OK দিয়ে বের হয়ে আসুন।

0 comments :