কম্পিউটারে নট রেসপন্ডিং সমস্যার সমাধান
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCaz51m_IKR8uVLzgjO7ssW9ktDSxkt6TQiA1wssoyBBEeP-K-fZNs5_nw2hqpVghrGuiWwHVs_ga3yXbvDSSG7SPpZRAI4txZNYMTRjUKESAglCHvCD2MNsva5UuJUAh9YcoLQ0QbU5kg/s320/not_responding.gif)
জরুরি কোনো কাজ করার সময় হঠাৎই কম্পিউটার হ্যাং হয়ে যেতে পারে। এ সময় কম্পিউটার নট রেসপন্ডিং মেসেজ প্রদর্শন করে। চাইলে সহজেই এ বিরক্তিকর সমস্যার সমাধান করতে পারেন। এ জন্য কম্পিউটারের Start মেন্যু থেকে Run-এ যান। এবার বক্সে regedit লিখে Enter চাপুন। তারপর HKEY_CURRENT_USER>Control Panel>Desktop-এ যান। এবার ডান পাশের Auto End Task অপশনে ডবল ক্লিক করুন এবং এখানে Value data হিসেবে 0-এর পরিবর্তে 1 লিখুন। OK দিয়ে বের হয়ে আসুন।
0 comments :