ফ্ল্যাশ ড্রাইভের অটোপ্লে বন্ধ
কম্পিউটারে ফ্ল্যাশ ড্রাইভ প্রবেশ করালে তা স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। এ কারণেই ফ্ল্যাশ ড্রাইভের ভাইরাস স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারে ঢুকে পড়ে। এ সমস্যা থেকে বাঁচতে স্টার্ট মেন্যু থেকে RUN-এ যান। বক্সে gpedit.msc টাইপ করুন এবং এন্টার চাপুন। গ্রুপ পলিসি উইন্ডো খুলবে। Administrative TemplatesSystem-এ ক্লিক করুন। এবার Turn off Autoplay ক্লিক করুন এবং Enable নির্বাচন করে ওকে চাপুন।
0 comments :