কম্পিউটারের আইপি ঠিকানা
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWv57DP9-xUgD4_01Qdq2fPAlA34Qb0UuCZVpVfH3_uq6R_ZA7Xrwz1nfjxaHWP6vW6r_nPn99QRc-j-OzBHGwVdr943xdCx5TOg207sDNJlSB9MOEBQdvuVGPn3p4E67yHT3HltkMnmhM/s320/19366_23791_128_internet_globe_earth_terra_icon1.png)
ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতিটি কম্পিউটারেরই রয়েছে একটি ইন্টারনেট প্রটোকল বা আইপি ঠিকানা। আপনার কম্পিউটারের আইপি ঠিকানা জানা থাকলে যে কেউ আপনার অবস্থান বের করতে পারবে। নিজের কম্পিউটারের আইপি ঠিকানা জানার জন্য www.ip-address. ঠিকানার ওয়েবসাইটে যান। এখানে আপনার কম্পিউটারের আইপি ঠিকানা জানা যাবে। একই সঙ্গে অবস্থান নির্ণয়ের পাশাপাশি কোন ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানের ইন্টারনেট সংযোগ ব্যবহার করছেন তাও জানা যাবে।
0 comments :