অনলাইন রেডিও প্লেয়ার
ইন্টারনেটের ধীরগতির কারণে অনেকেই অনলাইন রেডিও শুনতে পারেন না। অনলাইন রেডিওর ওয়েবসাইটে না ঢুকেই সফটওয়্যার ইনস্টল করে শুনতে পারেন অনলাইন রেডিও। এ জন্য প্রথমে http://www.banglaradio24.com/Bangla-Radio-24-Desktop-Editon.zip ঠিকানার ওয়েবসাইট থেকে অনলাইন রেডিও প্লেয়ার সফটওয়্যারটি ডাউনলোড ও ইনস্টল করে নিতে হবে। এরপর অ্যাপ্লিকেশনটি চালু করে কোনো ওয়েবসাইটে না ঢুকেই শুনতে পারেন অনলাইন রেডিও বাংলারেডিও২৪-এর সব প্রোগ্রাম।
0 comments :