ফায়ারফক্সে ফেইসবুক ইমোটিকন
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_hmGBcZGxlpJTm8n9ucmC4siNHuWZhMLRpgf7EdIZvDf6fwwL9_SG1cP1IZIszMqDYXT8zK1CK4C4Ljhl18ZHUkMuLES2PoJlOsp1xHXg3p1C2VBn3VU8y8DyM5V4IDW_MNDnM4XHCEVB/s320/facebook-emoticons.jpg)
মজিলা ফায়ারফক্সে অ্যাড-অনস ইনস্টল করে ফেইসবুকে চ্যাট করার সময় বিভিন্ন ধরনের ইমোটিকন ব্যবহার করতে পারেন। এ জন্য প্রথমে https://addons.mozilla.org/en-US/firefox/addon/14013 সাইট থেকে মজিলা ফায়ারফক্স অ্যাড-অনসটি ইনস্টল এবং ফায়ারফক্সটি রি-স্টার্ট করতে হবে। এবার ফেইসবুকে লগ-ইন করুন। অনলাইন বন্ধুদের সঙ্গে চ্যাট করার সময় চ্যাটবারের ওপর বেশ কিছু ইমোটিকন দেখতে পাবেন। ইমোটিকনগুলোতে ক্লিক করলে আপনার চ্যাট টেক্সটের সঙ্গে এ চিহ্নগুলোও যুক্ত হয়ে যাবে।
0 comments :