গুগল ক্রোমে পড়ুন পিডিএফ
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_9mlCN0P4ALzVR2eevzMRQLfnQ2ViPe1T2G7PBTsm9MLSiuuA9kwDGXFwFfmvcBpU7MM98zFNWXXSUkKBORasRc87sA9HFiFtb6uBjByTZsNFQIEObI04VNXxxkiMvGxqhsysdzRd_4HI/s320/chrome-pdf.jpg)
পিডিএফ রিডার সফটওয়্যার ইনস্টল করা না থাকলে কম্পিউটারে পিডিএফ ফাইল পড়া যায় না। তবে গুগল ক্রোম ইন্টারনেট ব্রাউজার ব্যবহারকারীরা চাইলে একটি অতিরিক্ত এক্সটেন ইনস্টল করে গুগল ডক্স ভিউয়ারের মাধ্যমে সহজেই পিডিএফ ফাইল পড়তে পারেন। এ জন্য প্রথমে http://bit.ly/7NqlRA ঠিকানার ওয়েবসাইট থেকে গুগল ক্রোম এক্সটেনশনটি ইনস্টল করে নিন। এরপর থেকে কোনো ওয়েবসাইটের পিডিএফ লিংকে ক্লিক করলে তা স্বয়ংক্রিয়ভাবে গুগল ডক্স ভিউয়ারের মাধ্যমে দেখা যাবে।
0 comments :