জিমেইল স্বাক্ষরসহ ছবি
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjM9dgulv0_jLvyi9tpnADgrHxfD-vyB5sNNsI120P0RuUv_BTjkdQ3UMUP1DIuQupXfJrMTZrBVMHpXBocEXFqOh8PwTV2F_r48ze5iiRB_goWTLBvJ66g9e3NdflILGnKu0h4zVTnnN7V/s320/Access-Multiple-Gmail-Account.gif)
জিমেইল ব্যবহারকারীরা স্বয়ংক্রিয় স্বাক্ষরে ছবিও যুক্ত করতে প্রথমে Settings-এ যান। এরপর General ট্যাবে থেকে Signature অপশনে Insert Image বাটনে ক্লিক করতে হবে। ছবি যুক্ত করার জন্য অনলাইনে হোস্ট করা ছবিই ব্যবহার করা যাবে। এ জন্য প্রথমে ছবিটি পিকাসাওয়েব অ্যালবাম (picasaweb.google.com) বা ফ্লিকারে (flickr.com) আপলোড করে নিতে হবে এবং ছবির লিংকটি ছবি ইনসার্ট করার জন্য ব্যবহার করতে হবে।
0 comments :