Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

জিমেইল স্বাক্ষরসহ ছবি


জিমেইল ব্যবহারকারীরা স্বয়ংক্রিয় স্বাক্ষরে ছবিও যুক্ত করতে প্রথমে Settings-এ যান। এরপর General ট্যাবে থেকে Signature অপশনে Insert Image বাটনে ক্লিক করতে হবে। ছবি যুক্ত করার জন্য অনলাইনে হোস্ট করা ছবিই ব্যবহার করা যাবে। এ জন্য প্রথমে ছবিটি পিকাসাওয়েব অ্যালবাম (picasaweb.google.com) বা ফ্লিকারে (flickr.com) আপলোড করে নিতে হবে এবং ছবির লিংকটি ছবি ইনসার্ট করার জন্য ব্যবহার করতে হবে।


0 comments :