এমএস অফিসে বিভিন্ন চিহ্নের ব্যবহার
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPqW-e-4bXSIunwcKi2emktIpveN3_zqM4wOladBCHkZ4AhSA5XbTLydorvdTz4VmPy7dciS602RYLi20UjWXNphG90G2pv1V8nHUZWuKN3pWEamCKCfBz96n7C4L2x0waexnPPEIWPbni/s320/ms-office-logo.jpg)
মাইক্রোসফট অফিসে লেখার সময় সহজেই শর্টকাট ব্যবহার করে বিভিন্ন চিহ্ন ব্যবহার করা যায়। ইংরেজি লেখার সময় রেজিস্ট্রার চিহ্ন (R) ব্যবহার করার জন্য প্রথমে Alt কি চেপে ধরুন এবং কিবোর্ডের নাম্বার প্যাড থেকে ০১৭৪ চাপুন। রেজিস্ট্রার চিহ্ন ইনসার্ট হয়ে যাবে। আবার কপিরাইট চিহ্ন (C) ব্যবহার করার জন্য Alt কি চেপে ধরুন এবং ০১৬৯ চাপুন। ট্রেডমার্ক চিহ্ন (TM) ব্যবহার করার জন্য অষঃ কি চেপে ধরে ০১৫৩ চাপুন।
0 comments :