এক্সপিতে ডেস্কটপ আইকন লুকানো
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwNWUgsOaZzcb-tNoNI9-AJvUsrmZwPBdPJUDv9ylOVrJogAQtpnIEw28s_C_KbciFm-vMT0SXYcKKHM0a3FY2jA9hK25oUO5ziX6omOUkcGdGuToYNhuQ_AwpVoBG7RJgk7Kkhaol3JOR/s320/desktop_icons_1b.png)
উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীরা কম্পিউটারের ডেস্কটপে থাকা ফাইলগুলো অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখতে পারেন। এ জন্য ডেস্কটপে থাকা অবস্থায় মাউসের ডান বাটন ক্লিক করে Arrange Icons By " Show Desktop Icons-এর চেকমার্ক তুলে দিলেই ডেস্কটপে আর কোনো আইকন দেখা যাবে না। আগের অবস্থায় ফিরে যেতে চাইলে একই পদ্ধতিতে মাউসের ডান বাটন ক্লিক করে Show desktop Icons সিলেক্ট করুন।
0 comments :