ইয়াহু থেকে জিমেইলে মেইল ঠিকানা স্থানান্তর
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBqMsEjiJpkq8q8TiqbjxY1S7tdwAeqff1zREYlaWFfA17btJxwMn8v1swfgLMcFGtbTXcZMsddFkw5JcAOnp1BQMSmAiMptRnCJtx2iqaJ1iqEi_5vaWSECOdHD-LXVW6njrdQ5h4jqCL/s320/How+to+export+your+emails+from+Yahoo+to+Gmail.jpg)
ইয়াহুর মেইলের সংরক্ষণ করা ই-মেইল ঠিকানাগুলো ইয়াহু অ্যাকাউন্ট থেকে জিমেইল অ্যাকাউন্টে সংরক্ষণ করা সম্ভব। এ জন্য ইয়াহু মেইলে লগ-ইন করে Options-এ ক্লিক করুন। মেইল হোমপেইজের বামে Address Book->Management এ যান। এবার Import/Export ক্লিক করে এক্সপোর্ট অংশের Yahoo! CSV-এর Export now বাটনে ক্লিক করুন এবং ডেক্সটপে সেভ করুন। এবার জিমেইল খুলে Contacts থেকে Import-এ ক্লিক করুন। এবার ব্রাউজ বাটনে ক্লিক করে CSV ফাইলটি ডেক্সটপ থেকে Import Contacts বাটনে ক্লিক করুন।
0 comments :