Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

ইয়াহু থেকে জিমেইলে মেইল ঠিকানা স্থানান্তর


ইয়াহুর মেইলের সংরক্ষণ করা ই-মেইল ঠিকানাগুলো ইয়াহু অ্যাকাউন্ট থেকে জিমেইল অ্যাকাউন্টে সংরক্ষণ করা সম্ভব। এ জন্য ইয়াহু মেইলে লগ-ইন করে Options-এ ক্লিক করুন। মেইল হোমপেইজের বামে Address Book->Management এ যান। এবার Import/Export ক্লিক করে এক্সপোর্ট অংশের Yahoo! CSV-এর Export now বাটনে ক্লিক করুন এবং ডেক্সটপে সেভ করুন। এবার জিমেইল খুলে Contacts থেকে Import-এ ক্লিক করুন। এবার ব্রাউজ বাটনে ক্লিক করে CSV ফাইলটি ডেক্সটপ থেকে Import Contacts বাটনে ক্লিক করুন।


0 comments :