Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

একাধিক ফেইসবুক অ্যাকাউন্টে লগ-ইন


ফেইসবুক ব্যবহারকারীরা একই ব্রাউজারে একসঙ্গে একাধিক অ্যাকাউন্ট লগ-ইন করতে পারেন না। নতুন ট্যাবে ফেইসবুকে লগ-ইন করতে গেলে আগের লগ-ইন থাকা অ্যাকাউন্টই স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। তবে ফায়ারফক্স এক্সটেনশন ব্যবহার করে একাধিক ফেইসবুক অ্যাকাউন্টে লগ-ইন করা সম্ভব। এ জন্য www.nektra.com/ files/cookiepie.xpi ঠিকানার ওয়েবসাইট থেকে ফায়ারফক্সে অ্যাড অনসটি যুক্ত করে নিন। এবার ব্রাউজার রিস্টার্ট করে ফেইসবুক অ্যাকাউন্টে লগ-ইন করার পর ফেইসবুক ট্যাবের ওপর রাইট বাটন ক্লিক করুন। Toggle On/Off CookiePie অপশনে ক্লিক করে কুকি পাই অন করুন। এবার নতুন ট্যাবে ফেইসবুকে লগ-ইন করুন।



0 comments :