একাধিক ফেইসবুক অ্যাকাউন্টে লগ-ইন
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWTub3qdHYu1xkme1E7kLtwJjmEVV2nMfkijUVaRRpSLPfWz4LPqsvp0k6Vab1WP-QyRu60-g1TY9JlhYYlYFSWCMw-mmbfSvARAIcsYRFnq3Ot7tqIOk3jh1EtbM3XvhoEY3L4GNTiJeZ/s320/How-to-Double-the-Effectiveness-of-a-Facebook-Ad1.jpg)
ফেইসবুক ব্যবহারকারীরা একই ব্রাউজারে একসঙ্গে একাধিক অ্যাকাউন্ট লগ-ইন করতে পারেন না। নতুন ট্যাবে ফেইসবুকে লগ-ইন করতে গেলে আগের লগ-ইন থাকা অ্যাকাউন্টই স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। তবে ফায়ারফক্স এক্সটেনশন ব্যবহার করে একাধিক ফেইসবুক অ্যাকাউন্টে লগ-ইন করা সম্ভব। এ জন্য www.nektra.com/ files/cookiepie.xpi ঠিকানার ওয়েবসাইট থেকে ফায়ারফক্সে অ্যাড অনসটি যুক্ত করে নিন। এবার ব্রাউজার রিস্টার্ট করে ফেইসবুক অ্যাকাউন্টে লগ-ইন করার পর ফেইসবুক ট্যাবের ওপর রাইট বাটন ক্লিক করুন। Toggle On/Off CookiePie অপশনে ক্লিক করে কুকি পাই অন করুন। এবার নতুন ট্যাবে ফেইসবুকে লগ-ইন করুন।
0 comments :