কম্পিউটার চালু না হলে
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-F0jRJan6XrfIwXIPgtcq2VEfBqmPBUzcFVdEKS5P34SXaEZxnx3Z8regH_mB-m7YiW-amk3V684V8rEXJbl7GuQ0Km43Pm3Cr25Jo5BtUAzZQi0LER2SdmsfpiSAtr0NHVWOmFYUhAFf/s320/6112_02_new_crucial_8gb_memory_modules_optimize_desktop_and_laptop_performance_full.jpg)
কম্পিউটার চলতে থাকা অবস্থায় বিদ্যুৎ চলে গেলে অনেক সময় কম্পিউটারে বিভিন্ন সমস্যা হয়ে থাকে। বিশেষ করে বিদ্যুৎ আসার পর কোনো কোনো ক্ষেত্রে কম্পিউটার চালু করা সম্ভব হয় না। এ সমস্যার সমাধান করতে কম্পিউটারে বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হবে। এবার মাদারবোর্ড থেকে র্যাম খুলে র্যামের পিনগুলো একটি পরিষ্কার কাপড়
দিয়ে মুছে আবার র্যাম স্লটে বসাতে হবে।
0 comments :