ফিরিয়ে আনুন হারিয়ে যাওয়া ফাইল
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibUDg3jqhi02cX3NqWOyWNCRcqRBGDKvrAvnEwJyETryEQfcJAISw-8-UkPXjzbaT_M3Y0zzsycTcEiV9aI_WqBXDF1xQhFbgAOBKpADBVc876uugbfbe7ftwpMvm8sii9W-Wgr-mj3opz/s320/MissingFiles.jpg)
Turn Up Software-এর মাধ্যমে আপনার Delete করা ফাইল ফিরিয়ে আনা সম্ভব। এ জন্য প্রথমে Software-টি ওপেন করুন, তারপর File Recovery & Destination-এ ক্লিক করে Turn Updelete -এ ক্লিক করুন। পছন্দের উৎরাব সিলেক্ট করুন কোথায় আপনি হারিয়ে যাওয়া ফাইলটি খুঁজতে চান। Next-এ ক্লিক, আবারও Next-ক্লিক করুন। এবার আপনার হারিয়ে যাওয়া ফাইলটি বের করে তার ওপর Right Click করে Restore-এ ক্লিক করুন। www.tune-up.com ওয়েবসাইটে পাওয়া যাবে Software টি। তবে সব ফাইল ফিরিয়ে আনা সম্ভব নয়।
0 comments :