বাংলায় খুঁজুন গুগলে
গুগল সার্চ ইঞ্জিন ব্যবহারকারীরা বাংলাভাষায় তথ্য খুঁজতে পারেন। এজন্য প্রথমে www.google.com.bd সাইটে যান। এবার আপনি যদি অভ্র কিবোর্ড ব্যবহার করেন, তবে সার্চ বক্সে সরাসরি বাংলা লিখে সার্চ দিতে পারেন। আর অন্য কোনো সফটওয়্যারের কিবোর্ড ব্যবহার করলে গুগলের বাংলা ফোনেটিক ইন্টারফেইসের মাধ্যমে ফোনেটিক পদ্ধতিতে বাংলা লিখে সার্চ করতে পারেন। গুগলে ফোনেটিক ব্যবহার করতে গুগলের সার্চ বক্সের পরে কিবোর্ড চিহ্নিত অপশনে ক্লিক করুন। এবার ভার্চুয়াল বাংলা কিবোর্ড পেয়ে যাবেন। যে তথ্য খুঁজতে চান তা টাইপ করুন।
0 comments :