ওয়েবসাইটের লিংক সংক্ষিপ্ত করা
অনেকে ব্লগ বা ইনস্ট্যান্ট ম্যাসেঞ্জারে লিংক শেয়ার করেন। লিংক বড় হওয়াতে তা ইনস্ট্যান্ট ম্যাসেঞ্জারে ভালোভাবে দেখা যায় না। চাইলে সহজেই এসব বড় লিংক ছোট করে নিয়ে শেয়ার করতে পারেন। এ জন্য প্রথমে .cc or .tk ঠিকানার ওয়েবসাইটে যান। এবার বক্সে আপনার বড় লিংকটা লিখুন এবং লিংক ছোট করুন লেখা বাটনে ক্লিক করুন। এবার পেয়ে যাবেন আপনার সংক্ষিপ্ত লিংক।
0 comments :