ড্রাইভ লুকিয়ে রাখা
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuhY0VJwOO9btMW3ooi07zlpPmyhkDtUKOYK_tmvgR-kAWrtqxcqQBaq4iTf8DAuF7eH3Ln824bB8qZmcv_xW8H90h8F0ZP6Rsq5fE-q1RNs8tjZUyl946DUOZW3Rz4_OVu0fCdg20-oIW/s320/hide-drive.jpg)
কম্পিউটারের নির্দিষ্ট কোনো ড্রাইভ লুকিয়ে রাখার জন্য START মেন্যু থেকে RUN ক্লিক করুন এবং gpedit.msc লিখে এন্টার চাপুন। বক্সের ডান দিকে configuration-এ ক্লিক করে administration template-এ যান। components windows explorer-এ ক্লিক করুন। ডান দিকের বক্স থেকে hide these specifie drives in my computer-এ ক্লিক করতে হবে। এবার Properties-এ ক্লিক করে যে ড্রাইভটি লুকাতে চান, তা Select করে ঊহধনষব করে ঙক করলেই ড্রাইভটি লুকিয়ে যাবে। লুকানো ড্রাইভটি আবার খুঁজে পেতে একই সিস্টেমে শেষ পর্যন্ত আসতে হবে। শুধু Enable-এর জায়গায় disable করতে হবে।
0 comments :