ছবি থেকে কার্টুন তৈরি
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6kXVnXYeSUaXwUIa5JJjAIyypVauTWNkXPNh02ffjMEDHhCyTMyr0OpE8PTTH27fnPGikDRXFqz-fV2cO4y1Qci6D3e3M9273JjRgnpdWjaYJdHgeIudYNAEgXuVUquIO4maqv1_v4Vzj/s320/convert-picture-into-cartoon.gif)
ছবি দিয়ে মজার কার্টুন তৈরি করতে ব্যবহার করতে পারেন ফটো টু কার্টুন সফটওয়্যার। সফটওয়্যারটি বাণিজ্যিকভাবে তৈরি; তাই এটি ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনতে হয়। আমাদের দেশে যাঁদের ক্রেডিট কার্ড নেই তাঁরা সফটওয়্যারটি বিনা মূল্যে মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করতে পারেন। www.mediafire.com/?tujzdwzyyvj ঠিকানার ওয়েবসাইট থেকে ফটো টু কার্টুন সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে।
0 comments :