কম্পিউটারে পেন ড্রাইভের সমর্থন বন্ধ
পেন ড্রাইভের মাধ্যমে কম্পিউটারে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা কম্পিউটারে পেন ড্রাইভের সমর্থন বন্ধ রাখতে পারেন। এ জন্য প্রথমে Start Menu থেকে run-এ গিয়ে regedit লিখে এন্টার চাপুন। এবার Registry Editor উইন্ডো খুলবে। HKEY_LOCAL_MACHINE-> SYSTEM-> CurrentControlSet-> services-> USBSUOR এ যান। এবার Start নামের ফাইলের ওপর ডাবল ক্লিক করে এর ভ্যালু ৪ করে দিন।
0 comments :