অনেক সময় কিবোর্ড সঠিকভাবে কাজ করে না। আবার কখনো কখনো নষ্টও হয়ে যায়। এ জন্য আপনি ব্যবহার করতে পারেন কম্পিউটারের 'অনস্ক্রিন কিবোর্ড' , অনস্ক্রিন কিবোর্ড চালুর জন্য প্রথমে স্টার্ট মেন্যুতে ক্লিক করে রান চালু করুন। এরপর osk লিখে এন্টার দিলেই চালু হয়ে যাবে অনস্ক্রিন কিবোর্ড।
0 comments :