কম্পিউটারে কোনো প্রোগ্রাম চালু অবস্থায় অথবা সাধারণ ডেস্কটপের ছবি সংগ্রহের জন্য কিবোর্ড থেকে Print Screen লেখা বাটনে চাপ দিন। এবার স্টার্ট মেন্যু থেকে প্রোগ্রাম ক্লিক করে এঙ্সেরিজ অপশন থেকে পেইন্ট প্রোগ্রাম চালু করুন। এবার CTRL+V চাপুন। পেইন্ট থেকে ছবিটি আপনার প্রয়োজনীয় ডিরেক্টরিতে সেভ করুন।
0 comments :