র্যামের গতি বাড়ানো
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPBPMLa66mWO451gUUD8LtN4p4DV116oUx763Xk6ivW9nGmvMPUBMXZjNDiJFJFGPKZEEJxkvveg9dPiDhtVRkYXQJGxW9wUI0w6KpdDNV290xookwKzCBGFeNMiPqrSLzG3jaY7Lo1_lk/s320/6112_02_new_crucial_8gb_memory_modules_optimize_desktop_and_laptop_performance_full.jpg)
কম্পিউটার বন্ধ করার সময় ভার্চুয়াল মেমোরি হিসেবে কাজ করা পেইজ ফাইল মুছে ফেলে র্যামের গতি বাড়ানো যায়। এ জন্য Start থেকে control panel-এ যান। এখান থেকে Administrative Tools->Local Security Policy->Security Settings->Local Policies->Security Options ঠিকানায় যান। ডানপাশের Shutdown : Clear virtual memory page file অপশনে ডাবল ক্লিক করুন এবং অপশনটি Enable করে OK দিয়ে বের হয়ে আসুন। এখন কম্পিউটার বন্ধের সময় virtual memory page file স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
0 comments :