ফায়ারফক্সের অ্যাড-অনস রিমুভ
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiryWcLxhNlSM2t_L3MtzMmi-AxSns5fqCPuLC0P-dATWu4jHG_lXMRLy0Vstm6hLokAxgDgxlewxSA_pQLZmkcsdCsjqUMauKO28LWKzrd1AQ5a1ohK7wHwIt0HGMc2unTPCZ7owPuPOZX/s320/firefox-add-ons-uninstall-facemoods2.png)
ফায়ারফক্সের নানা সুবিধা উপভোগ করার জন্য অনেকেই অ্যাড-অনস ইনস্টল করে থাকেন। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে ফায়ারফক্সের এসব অ্যাড-অনস ব্রাউজিংয়ের গতিকে অনেক ধীর করে দেয়। ব্রাউজারের এ গতিকে আরো বাড়াতে ফায়ারফক্সের অ্যাড-অনসগুলোকে রিমুভ করতে পারেন। রিমুভ করতে ফায়ারফক্স ওপেন করুন। টুলস মেন্যু থেকে অ্যাড-অনস অপশনে যান। এবার যে অ্যাড-অনসগুলোকে রিমুভ করতে চান তার ওপর মাউস রাখুন এবং আনইনস্টল ক্লিক করুন। অ্যাড ইনস্টল করার পর ফায়ারফক্স রিস্টার্ট করুন
0 comments :